ছবি- হাতে লিখে সম্পূর্ণ কুরআন শরিফ শেষ করল মাদলাজ, সংগৃহীত
বিজ্ঞাপন
২০২২ সালের ডিসেম্বর মাসে, তখন মাদলাজের বয়স মাত্র ৬ বছর। স্থানীয় এক প্রতিযোগিতায় অংশ নিয়ে কুরআন লেখার অনুপ্রেরণা পায় সে। তখনই তার মনে দৃঢ় সংকল্প জন্ম নেয়—নিজ হাতে কুরআন লিখবে।
প্রতিদিন মাত্র এক ঘণ্টা করে সময়:
সাধারণ এ-৪ সাইজের কাগজ আর একটি পেন্সিল নিয়ে সে শুরু করে নিরলস সাধনা। প্রতিটি আয়াত ধৈর্য ও যত্নের সাথে লেখে, আরবি ক্যালিগ্রাফির সৌন্দর্য বজায় রাখে এবং তাজবিদের নিয়ম মেনে চলে।
পরিবারের সহযোগিতা:
তার মা প্রতিদিন লেখা দেখে ভুলগুলো সংশোধন করতেন। এভাবেই ধাপে ধাপে সূরা থেকে সূরা, আয়াত থেকে আয়াত লিখে যায় মাদলাজ। অবশেষে ২০২৫ সালের ২৬ মে, আড়াই বছরের নিরলস প্রচেষ্টার পর শেষ হয় তার কুরআন লেখা।
যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত স্বীকৃতি:
মাদলাজের হাতে লেখা কুরআনটি পরবর্তীতে অভিজ্ঞ হাফেজ ও ইসলামি গবেষকদের মাধ্যমে দুই মাস ধরে খুঁটিয়ে যাচাই করা হয়। প্রতিটি আয়াত অনুমোদিত মুসহাফের সঙ্গে মিলিয়ে দেখা হয় এবং শেষ পর্যন্ত সবাই নিশ্চিত হন যে মাদলাজের লেখা কুরআন নিখুঁত ও পূর্ণাঙ্গ।
-এমকে