ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
তিনি জানান, “২৪ জুলাইয়ের পরীক্ষার নতুন তারিখ নিয়মিত পরীক্ষা শেষ হওয়ার পর জানানো হবে।”
এর আগে, সোমবার গভীর রাতে হঠাৎ পরীক্ষার স্থগিতাদেশে বিপাকে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকরা। অনেকে পরীক্ষা দিতে সকালেই কেন্দ্র পর্যন্ত গিয়ে বিষয়টি জানতে পারেন।
এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সকাল থেকে ছয় দফা দাবিতে বিক্ষোভ করছে। অন্তর্বর্তী সরকার শিক্ষার্থীদের দাবিগুলোকে যৌক্তিক বলে স্বীকার করেছে।
মঙ্গলবার দুপুরে কলেজের ৫ নম্বর ভবনের সামনে শিক্ষার্থীদের দাবির বিষয়ে সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল আশ্বাস দেন।
শিক্ষার্থীদের ৬ দফা দাবি:
নিহতদের নাম-ঠিকানা প্রকাশ।
আহতদের নির্ভুল তালিকা প্রকাশ।
শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা।
নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ।
ঝুঁকিপূর্ণ বিমান বাতিল।
প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার।