বিজ্ঞাপন
সেখান থেকে গোলাবারুদ, দেশীয় অস্ত্র এবং টর্চার সেলে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।
সোমবার (২১ জুলাই) রাত ১০টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট মাছের বাজারে একটি ভবনের তৃতীয় তলায় এ অভিযান চালায় পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার ১০ ব্যক্তি ‘সন্ত্রাসী’ শহিদুল ইসলাম ওরফে বুইসার সহযোগী। যে বাসা থেকে গুলি ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে, সেটিকে তারা ‘টর্চার সেল’ হিসেবে ব্যবহার করতেন।
এর আগে নগরের ডবলমুরিং-পাহাড়তলীসহ বিভিন্ন এলাকায় থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার হয়। এসময় পুলিশ জানায়, এগুলো ছিনতাই ও ডাকাতিতে ব্যবহৃত হচ্ছে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সারা দেশের মতো চট্টগ্রামের বিভিন্ন থানায় অস্ত্র-গুলি লুটের ঘটনা ঘটে।
গ্রেপ্তার ১০ জন হলেন বোরহান উদ্দিন, মোহাম্মদ মারুফ, আল আমিন, মিজানুর রহমান, রোকন উদ্দিন, আলী আহাম্মদ, শান্ত মজুমদার, মো. অন্তর, বিরো পাল, মোহাম্মদ রাহাত ও মোহাম্মদ ফরহাদ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, আসামিরা বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যক্রম এবং আধিপত্য বিস্তার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছিল। তাঁদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।
-এ এম রিয়াজ কামাল হিরণ, চট্টগ্রাম