Logo Logo
অপরাধ

২৫ হাজারে ১ লাখ টাকার জাল নোট বিক্রি করতেন! জাল নোটসহ দেবর-ভাবি আটক


Splash Image

ভোলা জেলার লালমোহনে বিপুল পরিমাণ জাল নোটসহ এক দেবর-ভাবিকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।


বিজ্ঞাপন


আটক ব্যক্তিরা হলেন—লালমোহন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দেওয়ান কান্দি এলাকার বাসিন্দা মো. জুয়েলের স্ত্রী মোসা. সুমি বেগম (২৫) এবং একই এলাকার মো. তাজউদ্দিনের ছেলে মো. মার্শাল (২০)। তারা সম্পর্কে দেবর ও ভাবি।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গজারিয়া এলাকায় জাল নোট বণ্টনের প্রস্তুতি চলছে। এরপর এসআই আবু ইউসুফ, মফিজুল ইসলাম ও এএসআই গোলাম কিবরিয়া সঙ্গী ফোর্সসহ অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।

অভিযানে ১ হাজার টাকার ১০০টি ও ৫০০ টাকার ৩০টি জাল নোট উদ্ধার করা হয়। মোট উদ্ধারকৃত জাল নোটের পরিমাণ ১ লাখ ১৫ হাজার টাকা।

পুলিশ আরও জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরেই জাল টাকা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তারা প্রতি এক লাখ টাকার জাল নোট মাত্র ২৫ হাজার টাকায় বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, দেশের বিভিন্ন অঞ্চলে সম্প্রতি জাল টাকা তৈরির চক্র আবারও সক্রিয় হয়ে উঠেছে। ঈদ ও বড় মেলাগুলোর আগে এই চক্রগুলো বিশেষভাবে সক্রিয় হয় বলে জানায় গোয়েন্দা সংস্থাগুলো। ফলে আইনশৃঙ্খলা বাহিনী এ ধরনের অপরাধের বিরুদ্ধে নজরদারি বাড়িয়েছে।

আরও পড়ুন

মুম্বাই হাইকোর্টের রায়ে ন্যায়বিচারের জয়: মাওলানা আরশাদ মাদানী
মুম্বাই হাইকোর্টের রায়ে ন্যায়বিচারের জয়: মাওলানা আরশাদ মাদানী
শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নিল সরকার
শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নিল সরকার