Logo Logo
অপরাধ
পায়রা বন্দরে

জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের কাছে চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার-২


Splash Image

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের কাছে চাঁদা দাবি ও প্রতারণার অভিযোগে শাহাদত তালুকদার (৪৮) ও মোস্তাফিজুর রহমান (৪৬) নামের দুই জনকে গ্রেফতার করেছে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।


বিজ্ঞাপন


পটুয়াখালী ডিসি কোর্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ডিবির এসআই মো. জহুরুল ইসলাম জানান, চান্দুপাড়া গ্রামের বাসিন্দা মোসা. মনিরা বেগমের দায়ের করা মামলার ভিত্তিতে এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।মঙ্গলবার (২২ জুলাই) আদালতে সোপর্দ করার পর তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

জানা যায়, পায়রা বন্দরের জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ তোলার সময় স্থানীয় একটি চক্র মনিরা বেগমের কাছে ১৫ শতাংশ হারে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেয়া হয়। এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ করেন ওই ভুক্তভোগী।

গ্রেফতারকৃতরা পটুয়াখালী ডিসি অফিসের এলএ শাখার দালাল হিসেবে চিহ্নিত, দীর্ঘদিন ধরে প্রতারণায় জড়িত বলে জানায় পুলিশের একটি সূত্র।

-জাকারিয়া জাহিদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

আরও পড়ুন

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা নড়াইল ছাত্রলীগ নেতার
দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা নড়াইল ছাত্রলীগ নেতার
মায়ের জীবন কেড়ে নিল নিজেরই সন্তান: ছেলের যাবজ্জীবন
মায়ের জীবন কেড়ে নিল নিজেরই সন্তান: ছেলের যাবজ্জীবন