Logo Logo
অপরাধ
ঝালকাঠি

মাদক বিরোধী অভিযানে গাঁজা নিয়ে আপন দুই ভাইসহ আটক-৩


Splash Image

ছবি-গাঁজা নিয়ে আপন দুই ভাইসহ আটক-৩

ঝালকাঠির রাজাপুরে এক কেজি গাঁজাসহ সমীর গাজী (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা সদরের শরিফ মার্কেটের সাংগর রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


সমীর গাজী ওই এলাকার নুর মোহাম্মদ গাজীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিবি ওসি) মো. সেলিম উদ্দিন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মহিউদ্দিনের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় সমীর গাজীর কাছে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অপরদিকে, ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠি এলাকা থেকে একশ গ্রাম গাঁজাসহ আপন দুই ভাই ইমরান খান (৩২) ও রমজান খান (৩৩) কে আটক করেছে ডিবি পুলিশ। তারা ওই এলাকার মন্নান খানের ছেলে।

ডিবি ওসি মো. সেলিম উদ্দিন বলেন, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজাপুর ও ঝালকাঠি সদর থানায় আলাদা দুইটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবির অভিযান অব্যাহত থাকবে।”

-মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি

আরও পড়ুন

গ্রেপ্তার হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক — ‘গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর’
গ্রেপ্তার হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক — ‘গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর’
বিজিবি কর্তৃক ২৪হাজার পিস বার্মিজ ইয়াবাসহ আটক ০১
বিজিবি কর্তৃক ২৪হাজার পিস বার্মিজ ইয়াবাসহ আটক ০১