Logo Logo

শালিসে গিয়ে সন্ত্রাসী ভাষা ও হুমকির অভিযোগ

ঘর না ছাড়লে খারাপ হবে—বিএনপি নেতার হুমকিতে কাঁপছে পরিবার!


Splash Image

পিরোজপুরের নেছারাবাদে বিএনপি নেতা নাছির উদ্দিন তালুকদারের বিরুদ্ধে একটি অসহায় পরিবারকে বসতভিটা থেকে জোরপূর্বক উচ্ছেদের অভিযোগ উঠেছে। থানায় লিখিত অভিযোগ, দলীয় অবস্থান ও শালিস ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা।


বিজ্ঞাপন


পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার মাহামুদকাঠি গ্রামে বসতবাড়ি থেকে উচ্ছেদের হুমকিতে দিন কাটছে একটি অসহায় দিনমজুর পরিবারের। অভিযোগ উঠেছে, উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন তালুকদারের নেতৃত্বে এ পরিবারকে উচ্ছেদের চেষ্টা চালানো হচ্ছে।

অভিযোগকারীরা হলেন—নাসিমা বেগম, আলেয়া বেগম ও মনোয়ারা বেগম। তারা জানান, তারা মৃত মো. বশির উদ্দীনের নাতনি এবং তার ওয়ারিশ হিসেবে ১ একর ৫ শতাংশ জমির দাবিদার। তবে তাদের মামা মো. চাঁন মিয়া সম্পত্তি বুঝিয়ে না দিয়ে বরং বিএনপি নেতা নাছির তালুকদারের সহযোগিতায় উচ্ছেদের চেষ্টায় লিপ্ত।

ভুক্তভোগীরা বলেন, দীর্ঘদিন ধরে শালিসের মাধ্যমে বিচার চেয়েও সমাধান পাননি তারা। পরবর্তীতে স্থানীয় কিছু ব্যক্তির সহযোগিতায় বসতঘর তৈরি করে বসবাস শুরু করেন। কিন্তু হঠাৎ করেই ২৪ জুলাই রাতে চাঁন মিয়ার নেতৃত্বে নাছির উদ্দিন তালুকদার তাদের বাড়িতে সন্ত্রাসী বাহিনী পাঠিয়ে উচ্ছেদের হুমকি দেন। এতে পরিবারটি চরম আতঙ্কে রয়েছে।

বিষয়টি নিয়ে শুক্রবার (২৫ জুলাই) নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এতে ঘটনাটি তদন্ত করে বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা।

এ প্রসঙ্গে উপজেলা বিএনপির প্রবীণ নেতা আব্দুল হালিম হাওলাদার জানান, "নাসিমারা প্রকৃত ওয়ারিশ। তাদের দাদার সম্পত্তি পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু তাদের মামা চাঁন মিয়া ভিত্তিহীন একটি ওছিয়তনামা দেখিয়ে তাদের বঞ্চিত করার চেষ্টা করছেন।"

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বিএনপি নেতা নাছির উদ্দিন তালুকদার বলেন, “আমি শুধু শালিসে ডাক পেয়ে গিয়েছিলাম। শালিস হিসেবে যা বলা উচিত ছিল, তা-ই বলেছি। এটা নিয়ে নিউজ করার কী আছে?”

এদিকে নেছারাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাঈম হোসেন জানান, “নাসিমা ও তার বোনদের ওয়ারিশ হিসেবে জমি পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু শালিসের রায়ের আগেই তারা ঘর তুলে ফেলায় একটি পক্ষ ক্ষিপ্ত হয়। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি।”

এ নিয়ে স্থানীয় বিএনপি কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, “কোনও নেতা ব্যক্তিগতভাবে কারো পক্ষ নিতে পারেন না। এটি দলের নীতির পরিপন্থী। যদি এমন কিছু হয়ে থাকে, তা সম্পূর্ণ ব্যক্তিগত এবং দলের সঙ্গে সম্পর্কহীন।”

-নাছরুল্লাহ আল কাফী, বরিশাল প্রতিনিধি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...