বিজ্ঞাপন
২৫ জুলাই ২০২৫ তারিখে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) মরিচ্যা যৌথ চেকপোস্টের বিশেষ টহলদল একটি বড় মাদক চালান আটক করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায়, সহকারী পরিচালক মোঃ কবির হোসেনের নেতৃত্বে একটি অভিযান চালানো হয়।
অভিযানে, রাবার ডেম চেকপোস্টে সন্দেহভাজন একটি সিএনজি গাড়ি আটক করা হয়। আটককৃত যাত্রী ইমরান (২২), পিতা- আব্দুর রহিম, গ্রাম- লেংগুর বিল, ডাকঘর- মরিচ্যা, থানা- উখিয়া, জেলা- কক্সবাজারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু তিনি প্রথমে কোনো কিছু অস্বীকার করেন। তবে পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালিয়ে তার হাতে থাকা ব্যাগে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবার মূল্য প্রায় নব্বই লক্ষ টাকা।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, ইয়াবা চোরাচালানকারীদের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনা একটি বড় ধরনের মাদক চোরাচালান দমনকারী কার্যক্রমের অংশ হিসেবে দেখা যাচ্ছে, যেখানে রামু ব্যাটালিয়নের সদস্যরা মাদক মুক্ত সমাজ গড়তে তাঁদের ভূমিকা দৃঢ়ভাবে পালন করছেন।
-মোহাম্মদ শাহজাহান রামু উপজেলা প্রতিনিধি
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...