Logo Logo
বাংলাদেশ

নড়াইলের হকার্স মার্কেট গুড়িয়ে দিলো প্রশাসন


ভোরের বাণী

Splash Image


বিজ্ঞাপন


নড়াইল শহরের ব্যস্ততম রূপগঞ্চ বাজার এলাকার ফুটপাথে গজিয়ে ওঠা অবৈধ হকার্স মার্কেট উচ্ছেদ করেছে জেলা প্রশাসনের নেতৃত্বে সড়ক বিভাগ। বুধবার (১৪ মে) সকাল থেকে পরিচালিত এই উচ্ছেদ অভিযানে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ ও সড়ক বিভাগের সদস্যরা একযোগে অংশগ্রহণ করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ফুটপাত দখল করে নির্মিত ৩০টিরও অধিক দোকান গুঁড়িয়ে দেওয়া হয়। দীর্ঘদিন ধরেই স্থানীয়রা এ অবৈধ স্থাপনার কারণে সড়কে যান চলাচলে বিঘ্ন ও পথচারীদের ভোগান্তির অভিযোগ জানিয়ে আসছিলেন।

সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, নড়াইল-যশোর মহাসড়কের শহরাংশে চার লেন বিশিষ্ট সড়কের উন্নয়নকাজের অংশ হিসেবে আগেই ‘বঙ্গবন্ধু হকার্স মার্কেট’ অপসারণ করা হয়েছিল। কিন্তু নির্মাণ কাজ শেষ না হতেই পুনরায় ফুটপাতজুড়ে দোকান বসিয়ে নেয় হকাররা। প্রশাসনের একাধিক সতর্কতা উপেক্ষা করে তারা পুনরায় জমি দখল করে বাজার চালু করে।

মঙ্গলবার (১৩ মে) রাতে মাইকিং করে অবৈধ দখল সরিয়ে নিতে অনুরোধ জানানো হয়। তবে হকাররা প্রশাসনের সঙ্গে দেন-দরবার করেও মার্কেট রক্ষা করতে ব্যর্থ হয়। ফলে নির্ধারিত সময় অনুযায়ী বুধবার সকালে অভিযান চালিয়ে পুরো মার্কেট উচ্ছেদ করা হয়।

নড়াইল জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, “ফুটপাথ জনসাধারণের চলাচলের জায়গা। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বাধা সৃষ্টিকারী যেকোনো অবৈধ স্থাপনাই উচ্ছেদ করা হবে। সড়ক দখল করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা আইনত অপরাধ।”

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, “যানজট ও দুর্ঘটনার ভয়ে ফুটপাত দিয়ে চলাই দুষ্কর হয়ে পড়েছিল। এই উচ্ছেদে সাধারণ মানুষ স্বস্তি পেয়েছে।”

অভিযানের পর সড়ক বিভাগ জানিয়েছে, তারা দ্রুত ফুটপাথ উন্নয়নের কাজ শুরু করবে এবং ভবিষ্যতে যেন পুনরায় দখল না হয়, সে জন্য নিয়মিত মনিটরিং চালানো হবে।

প্রতিবেদক - মো. নূরুন্নবী সামদানী, নড়াইল।

আরও পড়ুন

অমুসলিম ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া কি ইসলামে জায়েয? জেনে নিন স্পষ্ট বিধান
অমুসলিম ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া কি ইসলামে জায়েয? জেনে নিন স্পষ্ট বিধান
কুফরি বা শিরক করে ফেললে করণীয় কী? হতাশ না হয়ে জেনে নিন ইসলামের দিকনির্দেশনা
কুফরি বা শিরক করে ফেললে করণীয় কী? হতাশ না হয়ে জেনে নিন ইসলামের দিকনির্দেশনা