Logo Logo

জুলাই শহীদদের প্রতি যথাযথ দায়বদ্ধতা পালন করা হয়নি : জামায়াত আমির


Splash Image

চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই বিপ্লবের শহীদদের সম্মানে স্মরণসভায় বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের শহীদদের প্রতি রাষ্ট্র ও রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা যথাযথভাবে পালিত হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


বিজ্ঞাপন


তিনি বলেন, “শহীদ পরিবার ভিক্ষা চায় না, তারা চায় সম্মানের সঙ্গে বাঁচতে। তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব।”

শনিবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় জামায়াত আমির গভীর আক্ষেপ প্রকাশ করে বলেন, “আজও জুলাই সনদ বাস্তবায়িত হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। শহীদদের যথাযথ মর্যাদা দেওয়া হয়নি—এ নিয়ে আমরা অনুতপ্ত। ঐকমত্য কমিশনে আলোচনা চলছে, কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি নেই।”

তিনি আরও বলেন, “জুলাই যোদ্ধারা না থাকলে আজ আমরা হয়তো কেরানীগঞ্জ কিংবা কাসেমপুরে বন্দি থাকতাম। তাদের অবদান কখনো ভুলে যাওয়া উচিত নয়।”

ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াত জুলাই সনদ বাস্তবায়নে অগ্রাধিকার দিচ্ছে। শহীদ পরিবারগুলোর পাশে থাকার অঙ্গীকারে আমরা ওয়াদাবদ্ধ। প্রয়োজন হলে তাদের সম্মানের জীবন নিশ্চিত করতে ভিক্ষাও করব। কিন্তু ন্যায়বিচার ও পুনর্বাসনে ছাড় দেব না।”

তিনি বলেন, শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থান নিশ্চিত করা কোনো দয়া বা অনুকম্পা নয়, বরং এটি তাদের ন্যায্য অধিকার। এ প্রক্রিয়ায় চাকরির মাধ্যমে তাদের জীবনমান উন্নয়ন নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।

আলোচনা সভার সারাংশে উঠে আসে—জুলাই বিপ্লব ও শহীদদের স্মৃতি শুধুই আবেগের জায়গা নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সংশ্লিষ্টদের দাবি, এই ইতিহাসের যথার্থ স্বীকৃতি ও শহীদ পরিবারের পুনর্বাসন এখন সময়ের দাবি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...