Logo Logo

স্থানীয়দের দাবি, তালাবদ্ধ ঘরগুলো অসহায় পরিবারকে দেওয়া হোক

নালিতাবাড়ীর আশ্রয়ণ প্রকল্পে তালাবদ্ধ ঘর, কার্যকারিতা নিয়ে প্রশ্ন


Splash Image

নালিতাবাড়ী উপজেলার ভোগাইপাড় আশ্রয়ণ প্রকল্পের ৭০টি ঘরের মধ্যে প্রায় ৪০টি ঘর তালাবদ্ধ অবস্থায় পড়ে থাকে। এসব ঘরে বসবাস না হওয়ায় প্রকল্পের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে।


বিজ্ঞাপন


২৬ জুলাই ২০২৫, নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ভোগাইপাড় আশ্রয়ণ প্রকল্পে সরকারি বরাদ্দে নির্মিত ঘরগুলো বেশিরভাগ সময় তালাবদ্ধ অবস্থায় পড়ে থাকে। এসব ঘরের অধিকাংশই নির্ধারিত গৃহহীনদের দ্বারা বসবাসযোগ্য নয়, যা প্রকল্পের উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন সৃষ্টি করেছে।

২০২৩ সালে সরকারের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় শেরপুর জেলার পাঁচটি উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছিল। কিন্তু প্রকল্পের বাস্তবায়ন নিয়ে নানা উদ্বেগ দেখা দিয়েছে, বিশেষ করে নালিতাবাড়ী উপজেলার ভোগাইপাড়ে, যেখানে ৭০টি ঘরের মধ্যে প্রায় ৪০টি ঘর তালাবদ্ধ থাকে।

স্থানীয়রা জানান, অনেক পরিবারের সদস্যরা ঢাকায় কাজের জন্য চলে গেছেন, আর কেউ কেউ নিজেদের নামে ঘর পেয়ে আগের বসতবাড়িতে ফিরে গেছেন। এর কারণে তালাবদ্ধ ঘরগুলোতে বসবাস করা সম্ভব হয়নি। অনেক গৃহহীন পরিবার সুযোগ পেলেও ঘরগুলোর তালাবদ্ধতার কারণে বসবাস করতে পারছে না।

চাম্পা বেগম (৫০), একজন বাসিন্দা বলেন, "সরকার আমাদের ঘর দিয়েছে, কিন্তু কাজের ব্যবস্থা নেই, তাই আমরা বাইরে চলে গিয়ে কাজ করে মাঝে মাঝে এখানে আসি।" এছাড়া, আমিনুল ইসলাম (৫৫) নামক একজন স্থানীয় বলেন, "এখানে বেশিরভাগ ঘর যাদের নিজেদের ঘর ছিল, তাদের নামে বরাদ্দ দেওয়া হয়েছে, তাই ঘরগুলো তালাবদ্ধ থাকে।"

এদিকে, ৯নং মরিচপুরান ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল (ভারপ্রাপ্ত) জানান, "আশ্রয়ণ প্রকল্পের তালাবদ্ধ ঘরগুলোর ব্যাপারে আমি ইউএনও স্যারের সাথে আলোচনা করবো এবং সমাধানের চেষ্টা করবো।"

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি বলেন, "তালাবদ্ধ ঘরের বিষয়টি দুঃখজনক। আমরা এ বিষয়ে তদন্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।"

-সারোয়ার হোসাইন, নালিতাবাড়ী (প্রতিনিধি) শেরপুর

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...