Logo Logo

এমন কাউকে বিএনপিতে চাই না যাঁদের জন্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে: মেজর হাফিজ


Splash Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, মেজর( অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেন,“দলের ভেতরে কোনো অপশক্তি অনুপ্রবেশ করলে বিএনপিকে কলঙ্কিত হতে হবে।


বিজ্ঞাপন


তাই সময় থাকতেই এসব ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। আমরা এমন কাউকে দলে চাই না, যারা দলের ক্ষতি করে।”

রবিবার (২৭ জুলাই) দুপুরে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে তজুমদ্দিন উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, এক বছরে একজন ইউনিয়ন চেয়ারম্যান যদি অট্টালিকা নির্মাণ করতে পারে, তাহলে আমি ছয়বার এমপি হয়েও কেন পারিনি? কারণ আমি কখনো দুর্নীতির সাথে যুক্ত হইনি, ভবিষ্যতেও হবো না ইনশাআল্লাহ।”

তিনি আরও হুঁশিয়ার করে বলেন, “যদি কেউ বিএনপির নাম ব্যবহার করে মানুষের ঘরবাড়ি ভাঙচুর করে, আমরা তাকে আইনের হাতে তুলে দেবো।

উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু'র সভাপতিত্বে ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টু'র সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, বরিশাল বিভাগীয় বিএনপি'র সহ-সাংগঠনিক সম্পাদক আক ম কুদ্দুসুর রহমান, উদ্বোধক ছিলেন, বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ভোলা জেলা সম্মেলন প্রস্তুত কমিটির সমন্বয়ক নাছের মুহাম্মদ রহমাতুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন, বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবি আলমগির, ভোলা জেলা বিএনপি'র সদস্য সচিব রাইসুল আলম, ভোলা জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে গোলাম মোস্তফা মিন্টুকে সভাপতি এবং ওমর আসাদ রিন্টুকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

প্রতিবেদক- রিয়াজ উদ্দিন

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...