Logo Logo
বাংলাদেশ

সিলেটে যুবকদের পিটুনির শিকার চেয়ারম্যান, পুলিশের হাতে সোপর্দ


ভোরের বাণী

Splash Image

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানাকে সিলেটে একদল যুবক পিটিয়ে পুলিশে সোপর্দ করেছেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৩ মে) রাত ৯টার দিকে সিলেট নগরীর রিকাবীবাজার এলাকার একটি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নির্মলেন্দু দাশ রানা বর্তমানে করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক। তিনি সিলেট শহরের ফাতেমা রেস্টুরেন্টে খেতে গেলে নবীগঞ্জের কয়েকজন ছাত্রনেতা তাকে দেখে রেস্টুরেন্ট থেকে বের করে মারধর করেন। পরে সিলেট মেট্রোপলিটন পুলিশের লামাবাজার ফাঁড়ির এসআই আলী হোসেনের নেতৃত্বে পুলিশ এসে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ২০১৪ সালে জামায়াতে ইসলামীর মিছিলে হামলার ঘটনায় রানা ছিলেন প্রধান আসামি। সেই মামলায় নবীগঞ্জ থানায় ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর জামায়াতের সদর ইউনিয়ন সভাপতি শাহ মো. আলাউদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন, যেখানে আওয়ামী লীগের ২৬ নেতাকে আসামি করা হয়। এরপর আত্মগোপনে চলে যান রানা।

পরবর্তীতে জামায়াত নেতা শাহ আলাউদ্দিনের সঙ্গে আর্থিক লেনদেনের মাধ্যমে মামলাটি আপস করা হয় বলে অভিযোগ ওঠে। এ কারণে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয় শাহ আলাউদ্দিনকে। এ ছাড়া ঢাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় রানার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়।

সাম্প্রতিক সময়ের রাজনৈতিক অস্থিরতা এবং রানার বিরুদ্ধে পুরনো মামলাগুলোর কারণে তার প্রতি ক্ষোভ দীর্ঘদিন ধরেই জমে ছিল বলে জানিয়েছে স্থানীয়রা।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, “চেয়ারম্যান রানাকে মারধর ও আটকের খবর পেয়েছি। বিস্তারিত খোঁজ নিচ্ছি। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন

তেঁতুলিয়ায় অ্যাডিশনাল ডিআইজির মতবিনিময় সভা
তেঁতুলিয়ায় অ্যাডিশনাল ডিআইজির মতবিনিময় সভা
অমুসলিম ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া কি ইসলামে জায়েয? জেনে নিন স্পষ্ট বিধান
অমুসলিম ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া কি ইসলামে জায়েয? জেনে নিন স্পষ্ট বিধান