Logo Logo

ভালুকায় তালা ভেঙে নগদ টাকাসহ মালামাল লুট, থানায় অভিযোগ


Splash Image

ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাঠালী গ্রামে তালা ভেঙে একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামালসহ প্রায় ১৮ লাখ টাকার সম্পদ লুটে নেয় বলে দাবি করেছেন ভুক্তভোগী।


বিজ্ঞাপন


জানা গেছে, ভুক্তভোগী নাছিমা আক্তার গত রবিবার (২০ জুলাই) দুপুরে স্বামীকে নিয়ে অসুস্থ শাশুড়িকে দেখতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মাহনা গ্রামে যান। বাড়িটি ফাঁকা থাকার সুযোগে দুর্বৃত্তরা চুরির ঘটনা ঘটায়।

গত শনিবার (২৬ জুলাই) দুপুরে বাড়ির এক ভাড়াটিয়া নিজ গ্রামের বাড়ি থেকে ফিরে এসে বাসার গেট ও মূল দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি নাছিমা আক্তারকে বিষয়টি জানালে, তিনি দ্রুত বাড়িতে ফিরে আসেন।

তিনি এসে দেখতে পান—গেটের তালা ভাঙা, মূল দরজার তালার রিং কাটা, বসতঘরের স্টিলের ডেস্কের দুটি তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। সেখান থেকে সাড়ে ৭ ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা, একটি ফ্রিজ, একটি টেলিভিশন, মনিটর, জাতীয় পরিচয়পত্র, জমির দলিল, ব্যাংকের চেক বইসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে গেছে চোরচক্র।

এ ঘটনায় ভুক্তভোগী নাছিমা আক্তার বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

-সাখাওয়াত হোসেন সুমন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...