বিজ্ঞাপন
ইউক্রেনের সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেডোরভ টেলিগ্রামে এক পোস্টে জানান, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়ার চালানো হামলায় ১৬ জন নিহত এবং অন্তত ৩৫ জন আহত হয়েছেন। তিনি বলেন, “রাশিয়ার এই সন্ত্রাসী কার্যক্রমে আবাসিক ভবন ও বেসামরিক স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।”
এদিকে দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলেও হামলার খবর পাওয়া গেছে। ইউক্রেনের আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে অন্তত চার জন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
হামলার এসব ঘটনা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। সংঘাতের অবসানে আন্তর্জাতিক মহলের চাপ বাড়লেও যুদ্ধ থামানোর লক্ষ্যে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।
এই পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নতুন এক সময়সীমা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি বলেন, “আমি আজ থেকে প্রায় ১০ বা ১২ দিনের একটি নতুন সময়সীমা নির্ধারণ করতে যাচ্ছি। অপেক্ষা করার কোনো কারণ নেই, কারণ আমরা কোনো অগ্রগতি দেখছি না।”
উল্লেখ্য, প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ব্যস্ত ট্রাম্প কয়েক দফায় বলেছেন, তার নেতৃত্বে থাকলে ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হতো না। এবার তিনি সরাসরি সময়সীমা বেঁধে দিয়ে আলোচনার গতি ফেরাতে চাইলেন।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...