Logo Logo

বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের সুস্থতা কামনায় ইবি ছাত্রদলের দোয়া


Splash Image

বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল -এর সুস্থতা কামনায় দোয়া ও মাহফিলের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। বুধবার (৩০ জুলাই) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়ার আয়োজন করে দলটির নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম কাম খতিব আশরাফ আলী খান।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, ইবি ইউট্যাবের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, প্রক্টর প্রফেসর ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর রফিকুল ইসলাম, কেন্দ্রীয় গ্রন্থাগারিক খন্দকার আব্দুল মজিদ, কর্মকর্তা তোজাম্মেল হক মন্ডল ও বাচ্চু।

শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক আহসান হাবিব, সদস্য রাফিজ আহমেদ, নূর উদ্দিন, মুক্তাদির রহমান, রাকিব হাসান সাক্ষর, আল-আমিন, আসাদ তৌফিক, রিফাত, রিয়াজ প্রমূখ। এছাড়াও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি মাহমুদুল হাসান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...