Logo Logo

সরাইলে দুর্বৃত্তদের হামলায় ব্যবসায়ী খুন


Splash Image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের হামলায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতরাত সাড়ে ১১ টায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মধ্যপাড়া ব্যবসায়ীর নিজ বাড়ির সামনে হামলার এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


পরে রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি হাসপাতালে মারা যান।

নিহত ব্যবসায়ীর নাম মোস্তফা কামাল। তিনি কালিকচ্ছ বর্ডার বাজারের বিকাশ ও কনফেকশনারি ব্যবসায়ী এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কালিকচ্ছ শাখার ফিল্ড অফিসার ছিলেন। তাঁর পিতা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম মমিন মিয়া । পৈতৃক বাড়ি চাঁদপুর হলেও বর্তমানে ক্রয়সূত্রে তিনি কালিকচ্ছ মধ্যপাড়ার বাড়িতে বসবাস করে আসছেন দীর্ঘদিন ধরে।

নিহতের ভাই আবু বকর জানান, বর্ডার বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে বাড়ি ফেরার পথে বাড়ির পার্শ্ববর্তী স্থানে পৌঁছলে কে বা কাহারা তাকে ছুরিকাঘাত করে রাস্তার পাশে ফেলে যায় এবং সঙ্গে থাকা বিকাশ ব্যবসার নগদ অর্থ ও মোবাইল নিয়ে যায়। পরবর্তীতে পথচারীদের একজন তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পরে থাকতে দেখে স্বজনদের খবর দেয়। এ সময় গুরুতর আহত মোস্তফা কামালকে স্বজনরা উদ্ধার করে প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত ১ টার দিকে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোস্তফা কামাল ভদ্র ও নম্র স্বভাবের ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসি। অন্যথায় বিচারের দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে এলাকাবাসি জানান।

এ বিষয়ে ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোরশেদুল আলম চৌধুরী বলেন, এ ঘটনায় হত্যার মামলার প্রস্তুতি চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

-সরাইল উপজেলা প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...