Logo Logo

শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে কারাদণ্ড


Splash Image

নোয়াখালীর চাটখিলে চতুর্থ শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে সাইদ মিয়া(৩৮) নামে এক যুবককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।


বিজ্ঞাপন


বুধবার দুপুরে উপজেলার বদলকোট ইউনিয়নের হরি কৃষ্ণপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।

সাজাপ্রাপ্ত সাইদ মিয়া মৌলভি বাজার উপজেলার উত্তরসুর সাদীবাজার (লালবাগ) গ্রামের মৃত তজবির মিয়া ছেলে। সে তার শশুর বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানাধীন ভাটরা ইউনিয়নের ডল্টা বড় বাড়িতে বসবাস করে।

স্থানীয়রা জানান, সাজাপ্রাপ্ত সাইদ মিয়া মঙ্গলবার হরিকৃষ্ণপুর ব্যাপারী বাড়ি সংলগ্ন রহমানিয়া এস.ডি.টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীকে (১০) শ্লীলতাহানি করে। বুধবার একইভাবে শিশুটিকে শ্লীলতাহানি করলে শিশুটি চিৎকার করে তখন আশেপাশের লোকজন এসে অভিযুক্ত যুবককে আটক করে প্রশাসনকে বিষয়টি জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ঘটনার স্থলে গিয়ে ঘটনার সত্যতা পেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাইদ মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি শিশুটির কাছ থেকে বিস্তারিত শুনে অভিযুক্ত সাইদ মিয়াকে জিজ্ঞাসাবাদ করলে সে অপরাধের বিষয়টি স্বীকার করে। অভিযুক্ত যুবকের প্রতিবন্ধী সন্তান থাকায় মানবিক দিক বিবেচনা করে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

-চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...