বিজ্ঞাপন
দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন জানান, “রোদ, বৃষ্টি, ঝড় এবং নানা বাধা অতিক্রম করেই আমরা পদযাত্রার শেষ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছি। বাইপাইলের পথসভা শেষে রাত সাড়ে ১১টায় শীর্ষ নেতারা পদযাত্রার বহর নিয়ে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান।”
তিনি আরও বলেন, “কার্যালয়ে পৌঁছানোর পর নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন এনসিপির ঢাকা মহানগর শাখার নেতারা। পুরো মাস জুড়ে দেশের বিভিন্ন জেলা ও গুরুত্বপূর্ণ স্থানে পথসভা, গণসংযোগ ও জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়।”
দলটির পক্ষ থেকে জানানো হয়, ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং নাগরিক অধিকার ও ন্যায্যতার প্রশ্নে দলীয় অবস্থান তুলে ধরা।
উল্লেখ্য, জুলাই মাস জুড়ে সারাদেশে অনুষ্ঠিত এনসিপির এই ধারাবাহিক কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে দলীয় কর্মীদের বাধার মুখে পড়তে হয়, যার মধ্যে কয়েকটি এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতিও উত্তপ্ত হয়ে ওঠে।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...