Logo Logo

বকশীগঞ্জে ডিবি-২ অভিযানে ৩৭ পিস ইয়াবাসহ আটক-২


Splash Image

জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর অভিযানে ৩৭ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত ৯.০০ ঘটিকার দিকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাদের আটক করা হয়।


বিজ্ঞাপন


আটককৃত সোহাগ (৪০) বকশীগঞ্জ পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলীর ছেলে । আসামি সোহাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের য়ার্ড বয় কর্মরত রয়েছেন । অপর আরেকজন আসামি মুরাদ (৩৫)মেরুরচর ইউনিয়নের রবিয়ারার চর গ্রামের আসাদের ছেলে ।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল অভিযান চালিয়ে তাদের দেহ তল্লাশি করে ৩৭ পিস ইয়াবা উদ্ধার করে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

প্রতিবেদক- মো. আমিনুল ইসলাম

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...