ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
ফুটবল জগতের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি এবার দেখা দেবেন ক্রিকেট মাঠে—শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনটাই ঘটতে যাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তিন দিনের সফরে আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারত ভ্রমণ করবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। সফরের অংশ হিসেবে ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নিতে পারেন তিনি, যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকবেন বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মার মতো ক্রিকেট মহারথীরা। ম্যাচটি হতে পারে ৭-এ সাইড ফরম্যাটে, যেখানে ক্রিকেটারদের সঙ্গে ব্যাট হাতে দেখা যেতে পারে ফুটবল মাঠের ‘গোট’ মেসিকে। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক শীর্ষ কর্মকর্তা এ খবর নিশ্চিত করে জানিয়েছেন, ম্যাচ ও পুরো সফরের সূচি খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে।
মেসির সফরের আরেক গুরুত্বপূর্ণ অংশ হবে কলকাতায়। সেখানে ইডেন গার্ডেন্সে তাঁর সম্মানে আয়োজন করা হবে একটি সংবর্ধনা অনুষ্ঠান, যেখানে তাঁকে সম্মান জানাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তিনি কলকাতায় শিশুদের জন্য একটি ফুটবল কর্মশালা পরিচালনা করবেন এবং উদ্বোধন করবেন একটি ফুটবল ক্লিনিক। তাঁর সম্মানে আয়োজিত হবে “গোট কাপ” নামে একটি ৭-এ সাইড ফুটবল টুর্নামেন্টও।
এটি হবে মেসির দ্বিতীয় ভারত সফর। এর আগে ২০১১ সালে তিনি কলকাতায় ভেনেজুয়েলার বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছিলেন। দীর্ঘ ১৪ বছর পর মেসির ভারতে আগমন নিঃসন্দেহে ভারতীয় ভক্তদের জন্য স্মরণীয় মুহূর্ত হয়ে উঠবে। বর্তমানে ৩৮ বছর বয়সী লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি ক্লাবে খেলছেন এবং তিনি ইতোমধ্যে জানিয়েছেন, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ হতে পারে তার শেষ বিশ্ব আসর।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...