Logo Logo

আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করবে এনসিপি


Splash Image

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা দিতে যাচ্ছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল রোববার (৩ আগস্ট) রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এ ইশতেহার প্রকাশ করা হবে।


বিজ্ঞাপন


শনিবার সকাল সাড়ে ৯টার পর এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে দলটি লিখেছে, “নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার এই ঐতিহাসিক মুহূর্তে আমরা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বিশ্বাস করি, ইতিহাসের এ সন্ধিক্ষণে আপনাদের সবার সঙ্গে আমাদের দেখা হবে।”

এর আগে গত বুধবার (৩০ জুলাই) বিকেলে নরসিংদী শহরের পৌরসভার সামনে আয়োজিত এক পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে।” তিনি ওই দিন সবাইকে অনুষ্ঠানস্থলে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আপনারা সেদিন সঙ্গে থাকলে সব দাবি আমরা আদায় করে ছাড়ব।”

ইতোমধ্যে রাজধানীতে অনুষ্ঠান সফল করতে এনসিপি সমর্থকরা নানা প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, দলটির এ কর্মসূচি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...