বিজ্ঞাপন
এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট।
আটককৃতরা হলেন, আউলিয়ারচালা গ্রামের মৃত আছান আলীর ছেলে মো. করিম মিয়া (৫৫) ও তার ছেলে মো. আনোয়ার হোসেন (২৪)। স্থানীয়রা জানান, তারা দীর্ঘদিন ধরে এলাকায় পেশাদার মাদক কারবারি হিসেবে পরিচিত।
গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানার একটি টিম অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে পিতা ও পুত্রকে আটক করা হয়। পরে করিম মিয়ার দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, মাদক নির্মূলে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে করিম মিয়া ও তার ছেলেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ ঘটনায় ভালুকা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...