বিজ্ঞাপন
গ্রেফতারকৃত আসামিরা হলেন পৌর আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জমাদ্দার, কলসকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মোকলেছুর রহমান হাওলাদার ও নিয়ামতি ইউনিয়নের আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মানিক। আসামিদের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের ৩ আগস্ট (রবিবার) সকাল ১০ টায় বাকেরগঞ্জ থানা পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
এছাড়াও কলসকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমানের বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী ও ধানমন্ডি থানায় দুইটি হত্যা মামলা রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, বিএনপির সাংগঠনিক সভায় যোগ দিতে ২০২২ সালের ২৭ আগস্ট গারুরিয়া ইউনিয়ন বিএনপি প্রস্তুতি সভার আয়োজন করে। এ সময় আওয়ামী লীগের ১৫০-২০০ জন নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র, ধারালো দা, রামদা ও লাঠিসোটা নিয়ে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা করে।
ওই ঘটনায় গত বছর (৭ নভেম্বর) উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য হাসান সিকদার বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি মামলা করেন। ওই মামলায় আসামী হিসেবে পৌর আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান জমাদ্দার ও কলসকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মোকলেছুর রহমান হাওলাদারকে গ্রেফতার দেখানো হয়েছে।
এছাড়াও চলতি বছরের ১৪ জুন (শনিবার) ১৪নং নিয়ামতি ইউনিয়নের খাস মহেশপুর গ্রামের ব্যবসায়ী নজরুল ইসলাম বাকেরগঞ্জ থানায় বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। ওই মামলায় নিয়ামতি ইউনিয়নের বাসিন্দিয়া আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মানিক কে গ্রেফতার দেখানো হয়েছে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো: আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...