Logo Logo

রাজারহাট উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের সামনে থেকে তদন্ত কর্মকর্তার বাইক চুরি


Splash Image

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একের পর এক দুঃসাহসিক বাইক চুরির ঘটনা ঘটে চলছে ।


বিজ্ঞাপন


গত রবিবার (৩রা আগস্ট, ২০২৫) দুপুরে উপজেলা পরিসংখ্যান অফিসের তদন্ত কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে অজ্ঞাত পরিচয় চোর একটি পালসার ১৫০ সিসি ডাবল ডিস্ক মটর সাইকেল, রং কালো-নীল, যাহার ইঞ্জিন নং-DHYCLK76570. চেসিস নং-PSUA11CYOLTD33470 মটর সাইকেলটি উপজেলা পরিসংখ্যান কার্যালয়, রাজারহাট, কুড়িগ্রাম এর বারান্দায় রেখে অফিসের কাজ করছিলেন।

কর্মব্যস্ততার সুযোগে দুপুর অনুমান ১২.০০ ঘটিকার হইতে দুপুর অনুমান ০২.০০ ঘটিকার মধ্যে যেকোন সময় মোটরসাইকেল চুরি ঘটনা ঘটে। যাহার মূল্যে ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা।

প্রাপ্ত তথ্য মতে,ঘটনার বিষয়ে উপস্থিত সাক্ষী ১। মোঃ নুর ই আলম সরকার (৫৫) চেইনম্যান, ২। মোঃ বায়োজীদ হোসেন (৩৪) জেএসএ, উভয় উপজেলা পরিসংখ্যান কার্যালয়, রাজারহাট, কুড়িগ্রাম, ৩। মোঃ জাহেরুল ইসলাম (৫০) অফিস সহকারী রাজারহাট ফুড অফিস, রাজারহাট, জেলাঃ কুড়িগ্রামগন সহ অনেকে অবগত আছেন।

চুরির ঘটনাটি উপজেলার সিসিটিভি ক্যামেরায় ধারণিত হয়েছে। ইতিমধ্যে বাইকটির মালিক রাজারহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ প্রমাণ সংগ্রহ ও তদন্ত শুরু করেছে। চোরাচালান ও সাইকেল চুরির সাথে জড়িত চক্রের সন্ধান করতে স্থানীয় গোয়েন্দা বিভাগের সহায়তা নেওয়া হচ্ছে।

রাজারহাট থানা পুলিশ বলেন, "ঘটনাটির তদন্ত জোরদার করা হয়েছে এবং দ্রুত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

-বিপুল রায়,কুড়িগ্রাম প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...