Logo Logo

সকল ষড়যন্ত্র প্রতিহত করে জনকল্যাণময় দেশ গড়তে জাতি ঐক্যবদ্ধ: মুহাম্মদ শাহজাহান


Splash Image

জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সমাবেশে মুহাম্মদ শাহজাহানসহ নেতা-মণ্ডলী জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করে জনকল্যাণময় দেশ নির্মাণে আহ্বান জানান।


বিজ্ঞাপন


মঙ্গলবার, ৫ আগস্ট বিকেলে চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ জামে মসজিদের উত্তর গেটে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহ-সেক্রেটারী জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন ঘটেছে। জনরোষের মুখে প্রধানমন্ত্রী পদ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সেখানে ষড়যন্ত্র করছেন। এ পরিস্থিতিতে সমস্ত ষড়যন্ত্র প্রতিহত করে জনকল্যাণময় দেশ গড়তে জাতি আজ ঐক্যবদ্ধ রয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। সমাবেশ সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, মহানগর জামায়াতের সেক্রেটারি ও ফটিকছড়ি (চট্টগ্রাম-২) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নগর জামায়াতের সহ-সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সল মোহাম্মদ ইউনুস, সহ-সেক্রেটারী মোরশেদুল ইসলাম চৌধুরী এবং নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান আরও বলেন, মানুষের আস্থা ও বিশ্বাস ক্রমেই বাড়ছে। শত প্রতিকূলতার মধ্যেও জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে লড়াই চালিয়ে গেছে জামায়াতে ইসলামী; এক মুহূর্তের জন্যও সংগঠন রাজপথ ত্যাগ করেনি। শুধুমাত্র আন্দোলন-সংগ্রামই নয়, জনগণের যেকোনো প্রয়োজনে—দুর্যোগে দলমত, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে পাশে থেকেছে, আছে এবং থাকবে।

গণমিছলের পূর্বসমাবেশে বক্তব্য রাখেন নগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি দ্বিতীয় স্বাধীনতাকে অর্থবহ করতে দৃঢ় জাতীয় ঐক্য গড়ে তুলতে, বিভেদের রাজনীতির কবর রচনা করতে এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা অনুসরণ করে বৈষম্যহীন সমাজ, সামাজিক সুবিচার ও অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান। গণমিছলে বাংলাদেশ জাতীয় পতাকা, জামায়াতে ইসলামী মনোগ্রাম ও দাড়িপাল্লা প্রদর্শন করা হয়; এছাড়া কালচারাল একাডেমির শিল্পীবৃন্দ সাংস্কৃতিক পরিবেশনা করেন।

সমাবেশ শেষে জমিয়াতুল ফালাহ জামে মসজিদ থেকে শুরু হওয়া গণমিছিল জিইসি মোড় ও ২ নম্বর গেটে শেষ হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...