Logo Logo

কক্সবাজার ভ্রমন

এনসিপির শীর্ষ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ


Splash Image

গ্রাফিক্স : ভোরের বাণী।

কক্সবাজারে ব্যক্তিগত সফরকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচজন শীর্ষ নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে কেন্দ্রীয় দপ্তর।


বিজ্ঞাপন


দলকে অবহিত না করে এই সফরে অংশ নেওয়ায় ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক পৃথক চিঠির মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়। চিঠিগুলো এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে।

নোটিশপ্রাপ্ত পাঁচ নেতা হলেন: হাসনাত আবদুল্লাহ (মুখ্য সংগঠক, দক্ষিণাঞ্চল); সারজিস আলম (মুখ্য সংগঠক, উত্তরাঞ্চল); নাসীরুদ্দীন পাটওয়ারী (মুখ্য সমন্বয়ক); ডা. তাসনিম জারা (জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব); খালেদ সাইফুল্লাহ (যুগ্ম আহ্বায়ক)।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, “গতকাল ৫ আগস্ট, যা ‘জুলাই অভ্যুত্থান’-এর প্রথম বর্ষপূর্তি ও একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবস হিসেবে চিহ্নিত—সে দিন আপনি এবং দলের আরও চারজন কেন্দ্রীয় নেতা কক্সবাজারে ব্যক্তিগত সফরে যান। এই সফর সম্পর্কে রাজনৈতিক পর্ষদ পূর্বে কোনো অবগত ছিল না, যা সাংগঠনিক শৃঙ্খলার লঙ্ঘন।”

নোটিশে আরও বলা হয়, “আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।”

দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে এ ধরণের কঠোর পদক্ষেপের নজির অতীতেও দেখা গেছে। তবে এবারের ঘটনায় নেতাদের প্রতিক্রিয়া কী হবে—তা নিয়ে এনসিপির অভ্যন্তরে শুরু হয়েছে জল্পনা।

এ বিষয়ে দলীয় সূত্র বলছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...