Logo Logo

সীমান্তে বিজিবির সাফল্য— মাদক ও অবৈধ মালামালসহ ৩ আটক


Splash Image

যশোর সীমান্তে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি মালামালসহ তিন জনকে আটক করেছে বিজিবি সদস্যরা।


বিজ্ঞাপন


যশোর সীমান্তে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালান মালামালসহ তিন জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আটককৃতরা হলেন— ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মধুপুর গ্রামের আমির হোসেনের ছেলে তুহিন হোসেন (৩৪), বেনাপোল পোর্ট থানার বড় আচড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে ইসমাইল হোসেন (২৬), এবং একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে তৌহিদুল ইসলাম (২৪)।

রবিবার (১০ আগস্ট) বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল, মাসিলা বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি মদ, ফেন্সিডিল, শাড়ি, বিভিন্ন প্রকার ওষুধ, পোশাক সামগ্রী, মোবাইল, হ্যান্ডব্যাগ, জিরা, কীটনাশক, খাদ্যপণ্য, ভারতীয় রুপি এবং কসমেটিক্স সামগ্রীসহ মালামাল জব্দ করে।

আটক মালামালের মোট মূল্য প্রায় ২০,৭৮,৯৩৪ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে বিজিবি বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা কার্যক্রম ও অভিযান পরিচালনা করছে। এই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্তে বিজিবির এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

-প্রতিবেদক জাকির হোসেন

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...