Logo Logo

বিসমিল্লাহ হাউসে মাদকবিরোধী অভিযান, চারজনের এক বছরের কারাদণ্ড


Splash Image

ঝালকাঠি শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা, গাঁজা ও বিদেশি মদসহ চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড ও জরিমানা দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


ঝালকাঠি শহরের থানা রোডের ব্যবসায়ী আজাদ হোসেন পান্নার বহুতল ভবন ‘বিসমিল্লাহ হাউস’-এ অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও বিদেশি মদসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

রবিবার (১০ আগস্ট) দুপুরে উপ-পরিদর্শক (এসআই) মো. আকবর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন— সদর উপজেলার কিস্তাকাঠি গ্রামের মৃত তৈয়ব আলী খানের ছেলে মো. হাকিম (৩২), একই গ্রামের মৃত আনসার আলী হাওলাদারের ছেলে মো. হুমায়ুন হাওলাদার (৪০), পৌর শহরের বাকলাই সড়কের খালেক মোল্লার ছেলে মো. মনির হোসেন (৪৫) এবং দিয়াকুল গ্রামের মাসুম হাওলাদারের ছেলে মো. সাগর (৩২)।

ভবন মালিক আজাদ হোসেন পান্না জানান, আটক হুমায়ুন তার ভবনের কেয়ারটেকার, বাকিরা তার বন্ধু। ভবনের কক্ষে তারা মাদকের আড্ডা বসিয়েছে, এ বিষয়ে তিনি জানতেন না। এসআই আকবর হোসেন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে ভবনের নিচতলার একটি কক্ষে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।”

পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক চারজনের প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা করেন। তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা নগদ আদায় করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...