ছবি- সংগৃহীত
বিজ্ঞাপন
শারীরিকভাবে অক্ষম বা দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের হজে নেওয়া যাবে না বলে স্পষ্ট নির্দেশ দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, হজে অংশ নিতে চাইলে অবশ্যই শারীরিকভাবে সক্ষম হতে হবে, এবং নিবন্ধনের সময় তা নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আয়োজিত জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
ড. খালিদ বলেন, “শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের হজে নেওয়া হলে সরকার বিব্রত হয় এবং নানা বিড়ম্বনার মুখে পড়ে। এ কারণে সিভিল সার্জনদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন এ ধরনের ব্যক্তিকে ফিটনেস সার্টিফিকেট না দেন।” তিনি হজ এজেন্সিগুলোকে একই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি আরও জানান, এ বছর সুন্দরভাবে হজ সম্পন্ন হয়েছে এবং ইতোমধ্যে ২০২৬ সালের হজের প্রস্তুতি শুরু হয়েছে, যা আগের বছরের তুলনায় আরও উন্নত হবে।
হজ ও ওমরাহ মেলার গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, এই আয়োজন হজযাত্রী ও এজেন্সির মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াবে, সচেতনতা সৃষ্টি করবে এবং যাত্রীরা সামর্থ্য অনুযায়ী প্যাকেজ বেছে নিতে পারবেন।
এ সময় তিনি এজেন্সিগুলোকে সতর্ক করে বলেন, হজযাত্রীদের লাগেজে মাদক বা সৌদি আরবে নিষিদ্ধ পণ্য বহন করা যাবে না। স্বর্ণ চোরাচালান ও দালালদের দৌরাত্ম্য রোধেও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, ধর্মসচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, ঢাকায় সৌদি দূতাবাসের উপমিশনের প্রধান ইব্রাহিম আবদুল্লাহ আল-আহমারি এবং হাব মহাসচিব ফরিদ আহমদ মজুমদার।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...