বিজ্ঞাপন
আহতরা হলেন ওই এলাকার মৃত আঃ বারেকের ছেলে মোঃ মাহাবুল আলম খান (৩৫) ও একই এলাকার মোঃ রুবেল মিয়া।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট রাতে মাহাবুল আলম খান প্রতিবেশী রুবেল মিয়াকে নিজের জমিতে ধান রোপণের অনুরোধ করেন। পরদিন সকালে রুবেল কাজ শুরু করতে মাহাবুলের বাড়িতে এলে একই এলাকার মৃত আছু শেখের ছেলে মোঃ হান্না মিয়া (৪২) ও মোঃ শুকুর আলী (৫৫) এসে তাদের গালমন্দ শুরু করেন এবং রুবেলকে তাদের জমিতে কাজ করার জন্য চাপ দেন। একপর্যায়ে হান্না মিয়া রুবেলকে এলোপাতাড়ি মারধর করেন।
মাহাবুল আলম ঘটনাটি থামাতে গেলে শুকুর আলী তাকে কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এরপর হান্না মিয়া হাতে থাকা বাঁশ দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে মাহাবুলের ডান হাতের কনুইতে আঘাত লাগে। এতে তার হাতের হাড় ভেঙে যায়। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা খুন ও জখমের হুমকি দিয়ে চলে যান। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় মাদ্রাসা শিক্ষক সোহেল মিয়া জানান, হান্না মিয়া এর আগেও একাধিকবার বিভিন্ন লোকের ওপর হামলা চালিয়েছে।
মেদুয়ারী ইউনিয়নের ইউপি সদস্য মোঃ সাঈদ বলেন, “বিষয়টি আমি শুনেছি, উভয় পক্ষকে নিয়ে মীমাংসার চেষ্টা করছি।”
এ ব্যাপারে অভিযুক্ত হান্না মিয়া কোনো মন্তব্য করতে রাজি হননি।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...