Logo Logo

রাজনৈতিক সমঝোতা ও ঐক্যের ভিত্তিতে দ্বিকক্ষ বিশিষ্ট নির্বাচন হতে হবে - ভিপি নুর


Splash Image

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, জুলাই সনদ পরবর্তী সংসদ বাস্তবায়ন করবে সেটি নয়, জুলাই সনদ এর আইনিভিত্তি এই সরকারকে দিতে হবে এবং সেটি অবশ্যই আগামী নির্বাচনে আগে এই জুলাই সনদের ভিত্তিতে,রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে, রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে আগামী নির্বাচন হবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে।


বিজ্ঞাপন


সংসদের সকল দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সংসদের উচ্চকক্ষে আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

শুক্রবার(১৫ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌরমুক্ত মঞ্চের মাঠে গণঅধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

।গণসমাবেশে সভাপতিত্ব করেন আশরাফুল হাসান তপু সভাপতি গণঅধিকার পরিষদ। এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান , কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সভাপতি মুঞ্জুর মোরশেদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারন সম্পাদক রাজিউর ইসলাম তানভীর, জেলা সিনিয়র সহ সভাপতি হাসানুজ্জামান ওবায়দুল্লাহ, জিহাদ হোসেন লিটন প্রমুখ। এছাড়াও জেলা ও উপজেলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিপি নুর বলেন, আমরা যে স্বপ্ন বা আকাঙ্ক্ষা নিয়ে এ দেশের ছাত্র জনতা বন্দুকের নলের সামনে ছাত্রলীগ, যুবলীগ দানবদের সামনে দাঁড়িয়ে ছিলাম। এক বছরের যখন আমরা হিসাব মিলাতে চাই তাহলে দেখি প্রাপ্তি চেয়ে অপাপ্তিটাই বেশি। এখনো পর্যন্ত বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে আমরা যে রাষ্ট্র সংস্কারের আওয়াজ তুলেছিলাম। সেই রাষ্ট্র সংস্কারে জুলাই সনদের এখনো পর্যন্ত কার্যকর কোন পদক্ষেপ দেখতে পাচ্ছি না। সরকার যে ঘোষণা পত্র আমাদের কাছে দিয়েছিল সেখানে তারা বলেছে পরবর্তী দুই বছরে নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই শুধুমাত্র নির্বাচনের জন্য এ আন্দোলন হয় নাই। কাউকে ক্ষমতায় বসানোর জন্য কাউকে এমপি মন্ত্রী বানানোর জন্য এই আন্দোলন এবং সাধারণ ছাত্র জনতা জীবন দেয় নাই। স্বপ্নের বাংলাদেশ পরিবর্তন দেখার জন্য রাজপথে বন্দুকের নলে জীবন দিয়েছিল। ছাত্র-জনতার আকাঙ্ক্ষা পরিবর্তন ও রাষ্ট্র সংস্কার নির্বাচন আগে করতে হবে।

এসময় ভিপি নুর বলেন, ফ্যাসিবাদকে নিষিদ্ধ করলেও তাদের দোসরদের আস্ফালন এখনো দেখা যায়। গত ১৬ বছর আওয়ামী ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল ১৪ দলের শরীকরা। তাদের একটি ছিল জাতীয় পার্টি। আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও জাতীয় পার্টির আস্ফালন এখনও আমরা দেখতে পাচ্ছি। অন্তবর্তীকালীন সরকারকে বলতে চাই এই জাতীয়পার্টির কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...