বিজ্ঞাপন
হাটবাড়িয়া ডিসি পার্কের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে হাটবাড়িয়া তিন রাস্তার মোড়ে মানববন্ধনে পরিণত হয়। এতে হাটবাড়িয়া জমিদার বাড়ির পূজা মন্দির কমিটির সাধারণ সম্পাদক অনিল বিশ্বাস, কমল ঘোষ, স্থানীয় বিএনপি নেতা বিল্লাল হোসেনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা জানান, হাটবাড়িয়া জমিদার এলাকায় ডিসি পার্ক যাওয়ার রাস্তার সরকারি ম্যাপে ২৬ ফুট রাস্তা রয়েছে। বর্তমানে ১২ ফুট থেকে ১৮ ফুট পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণের উদ্যোগ নেয়ার ফলে স্থানীয় ভূমিদস্যু গোপাল চন্দ্র বিশ্বাস ও শিখা রানি কুন্ডু তাদের পরিবার বাধা দিচ্ছেন। পরে ভূমিদস্যু গোপাল চন্দ্র বিশ্বাসের ছেলে ফেসবুক লাইভে মিথ্যা প্রচারণা চালিয়ে এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছেন। বক্তারা স্পষ্ট করেন, এখানে সংখ্যালঘুর উপর কোন হামলার ঘটনা ঘটেনি।
ভূক্তভোগী কলেজ শিক্ষক গোপাল চন্দ্র বিশ্বাস অভিযোগ করেন, রাস্তা প্রশস্তকরণের জন্য কিছু জায়গা তাদের জমির অংশে চলে এসেছে। জনকল্যাণে তারা তা মেনে নিয়েছেন। কিন্তু শুক্রবার সকালে স্থানীয় বিএনপি নেতা দেলোয়ার হোসেনের নেতৃত্বে কয়েকজন তাদের জমির বেড়া ভাঙচুর করে। ভিডিও করতে গিয়ে তার ছেলের উপর আক্রমণ করা হয়।
নড়াইল পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন বলেন, সরকারি ম্যাপে ২৬ ফুট থাকা রাস্তা ফৌজদারিভাবে শিক্ষকের দখলে। তাই স্থানীয়দের ডিসি পার্কে যাওয়ার সময় বাধা দেওয়ার ঘটনা হয়নি। শিক্ষকের ছেলে লাইভ করে মিথ্যা অভিযোগ প্রচার করেছেন।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসান জানান, জনস্বার্থে পার্কে ঢোকার রাস্তা প্রশস্তকরণের কাজ চলছিল। রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটি অপসারণের জন্য শিক্ষকের কাছে জমি ছাড়ার অনুরোধ করা হয়েছিল, কিন্তু তিনি রাজি হননি। শুক্রবার মাপজোক করতে গিয়ে স্থানীয়দের সঙ্গে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় ও হাতাহাতির ঘটনা ঘটে। তবে রাস্তার ওপর কোনো কাজ তখনও শুরু হয়নি। শিক্ষকের ছেলের মিথ্যা লাইভ প্রচারণার কারণে এলাকার মানুষ উত্তেজিত হয়। পরে পুলিশ এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে পরিস্থিতি শান্ত হয়।
সদর থানা পুলিশ (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, শুক্রবার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এখন পরিস্থিতি স্বাভাবিক।
প্রতিবেদক - মো. নূরুন্নবী সামদানী, নড়াইল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...