Logo Logo

নোয়াখালীতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ ১২ লাখ টাকা ও ২৬ লাখ টাকার সিগারেট লুট


Splash Image

নোয়াখালী সদর ও সোনাইমুড়ী উপজেলায় একই রাতে দুটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদল নগদ অর্থ, বিপুল পরিমাণ সিগারেট, স্বর্ণালংকারসহ প্রায় ৪৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত গভীর রাতে সদর উপজেলার কালিতারা বাজারের জাপান টোব্যাকো সিগারেট ফ্যাক্টরি এবং সোনাইমুড়ীর বজরা ইউনিয়নের বগাদিয়া গ্রামে পৃথকভাবে এ ডাকাতির ঘটনা ঘটে।

সদর উপজেলার কালিতারা বাজার এলাকার জাপান টোব্যাকো সিগারেট ফ্যাক্টরিতে রাত সাড়ে ৩টার দিকে ১০-১২ জনের সশস্ত্র ডাকাতদল হানা দেয়। প্রথমে তারা ফ্যাক্টরির প্রধান ফটকের তালা কেটে ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে নগদ ১২ লাখ টাকা এবং প্রায় ২৬ লাখ টাকার সিগারেট লুট করে নেয়।

অপরদিকে রাত দেড়টার দিকে সোনাইমুড়ীর বজরা ইউনিয়নের বগাদিয়া গ্রামের হানিফের বাড়িতে ৬-৭ জনের একটি ডাকাতদল প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ১ লাখ ৩০ হাজার টাকা ও ২ লাখ ৪০ হাজার টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে বুধবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, “পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখেছে। লুট হওয়া মালামাল উদ্ধারে এবং ডাকাতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।”

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থলে অবস্থান করছেন। ভুক্তভোগীদের বরাত দিয়ে তিনি বলেন, “ডাকাতদল ফ্যাক্টরির তালা কেটে প্রবেশ করে নগদ টাকা ও বিপুল পরিমাণ সিগারেট লুট করে। এ ঘটনায় ভুক্তভোগীদের মামলা করতে বলা হয়েছে। মামলা হলে আরও বিস্তারিত জানা যাবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...