Logo Logo

ছাগল কুপিয়ে হত্যা মামলায় কারাগারে যুবক


Splash Image

বগুড়ার শেরপুর উপজেলায় কলা গাছের পাতা খাওয়া কেন্দ্র করে এক যুবকের দা’য়ের কোপে একটি ছাগল নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুটি ছাগল আহত হয়। পরে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে।


বিজ্ঞাপন


ঘটনাটি ঘটেছে গত ১৪ আগস্ট শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চকধলী গ্রামে। গ্রেপ্তারকৃত যুবক সজিব হাসান (৩০), তিনি ওই গ্রামের আব্দুর রহমান বাটুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন দুপুরে চকধলী গ্রামের আল মাহমুদের স্ত্রী জাহেদা খাতুন তিনটি ছাগল নিয়ে বাঙালি নদীর শস্যবিহীন চর এলাকায় ঘাস খাওয়াতে যান। দুপুরে বাড়ি ফেরার পথে একটি ছাগল সজিবের বাড়ির পাশে থাকা কলা গাছের পাতা খায়। এতে ক্ষিপ্ত হয়ে সজিব ধারালো দা দিয়ে একটি ছাগলকে কুপিয়ে হত্যা করে এবং আরও দুটি ছাগলকে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।

এ সময় ছাগলের মালিক জাহেদা খাতুন ও তার সন্তানকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া দেয় অভিযুক্ত যুবক। প্রাণভয়ে তারা সেখান থেকে সরে যান। পরদিন মঙ্গলবার রাতে আল মাহমুদ বাদী হয়ে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন জানান, মামলার পর বুধবার দুপুরে অভিযান চালিয়ে অভিযুক্ত সজিবকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...