Logo Logo

ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


Splash Image

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলের নেতাকর্মীরা উচ্ছ্বাসের সাথে অংশ নেন।


বিজ্ঞাপন


বিকেলে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একটি র‌্যালি উপজেলা বিএনপির কার্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদ উল্যাহ চৌধুরী ধ্রুব’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মোস্তাফিজুর রহমান মামুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মজু ও রুহুল আমিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল বাশার শেখ, স্বেচ্ছাসেবক দলের নেতা কায়সার আহমেদ কাজল, তিয়াশ মাহমুদ শুভ প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপন করে স্বেচ্ছাসেবক দল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...