Logo Logo

হাটহাজারীতে ব্যবসায়ীর বাড়িতে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিবর্ষণ


Splash Image

চট্টগ্রামের হাটহাজারী উপজেলাধীন মেখল ইউনিয়নের উত্তর মেখল এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে মুখোশধারীদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর মেখল এলাকার মুনছুর তালুকদারের বাড়ির বাসিন্দা মো. জাহাঙ্গীর (৪২), পিতা আবুল কাশেম, হাটহাজারীর একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় সিএনজি ও গ্যাস পাম্প ব্যবসার পাশাপাশি পৌরসভার সুপার সিটি মার্কেটেরও মালিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে হঠাৎ ৫-৬ জন মুখোশধারী অজ্ঞাতনামা ব্যক্তি এসে বাড়িটির জানালা ও আশপাশে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। ওই সময় বাড়িটি তালাবদ্ধ থাকায় ভেতরে কেউ ছিলেন না। গুলিবর্ষণের ফলে ভবনের দ্বিতীয় তলার বারান্দার কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়।

খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নয়টি গুলির খোসা ও একটি তাজা গুলি উদ্ধার করে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিয়ে চট্টগ্রাম উত্তর জেলার এডিশনাল এসপি তারেক আজিজ বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।” মামলার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...