বিজ্ঞাপন
ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখায় হিজাব পরার কারণে ষষ্ঠ শ্রেণির ২২ জন ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস। তিনি অভিযুক্ত ইংরেজি শিক্ষিকা ফজিলাতুন নাহারকে অবিলম্বে চাকরি থেকে বহিষ্কার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন।
ঘটনাটি ঘটে ২৪ আগস্ট। অভিযোগ অনুযায়ী, শিক্ষিকা হিজাব পরিহিত ছাত্রীদের উদ্দেশ্যে “হিজাব পরলে জঙ্গির মতো লাগে” বলে কটূক্তি করে ক্লাস থেকে বের করে দেন। এ ঘটনায় অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।
আমীরে মজলিস বলেন, “হিজাব মুসলিম নারীর ঈমানি পরিচয় ও আল্লাহ প্রদত্ত ফরজ বিধান। একজন শিক্ষক হয়ে এই বিধানের বিরুদ্ধে কটূক্তি করা সরাসরি ইসলামের প্রতি শত্রুতা প্রদর্শনের শামিল। সরকারকে অবশ্যই এই শিক্ষিকাকে বহিষ্কার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে দেশে ধারাবাহিকভাবে ইসলামবিদ্বেষী কার্যকলাপ বেড়ে চলেছে। গবেষক ড. সরোয়ার হোসেন এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক আসিফ মাহতাব উৎসকে সমকামী গোষ্ঠীর পক্ষ থেকে হুমকি দেওয়া এবং কিছু মানুষের প্রকাশ্য সমর্থন দেওয়াও একই চক্রের অংশ। এরা পরিকল্পিতভাবে ধর্মপ্রাণ মুসলমানদের উস্কে দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
তিনি সতর্ক করে বলেন, “সরকার যদি ইসলামবিদ্বেষী চক্রকে কঠোর হস্তে দমন না করে, তবে তারা দেশের শান্তি-শৃঙ্খলা ধ্বংস করে দেওয়ার অপচেষ্টা চালাতে থাকবে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...