Logo Logo

গোপালগঞ্জ সদর হাসপাতালে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান


Splash Image

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


বিজ্ঞাপন


পরিচয় মেলেনি নিহতের: মৃত্যুর বেশ কিছু সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত ওই ব্যক্তির কোনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের নাম, স্থায়ী ঠিকানা কিংবা তার স্বজনদের সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নেই। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও খোঁজখবর নেওয়া হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের পরিচয় নিশ্চিত করতে এবং তার পরিবারের সদস্যদের খুঁজে বের করতে সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, যদি কোনো ব্যক্তি নিহতের ছবি বা বর্ণনা দেখে তাকে শনাক্ত করতে পারেন কিংবা তার পরিচয় সম্পর্কে কোনো তথ্য অবগত থাকেন, তবে অতিদ্রুত গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় থানা পুলিশকে অবহিত করা হয়েছে। নিহতের মরদেহ সংক্রান্ত আইনি প্রক্রিয়া এবং ময়নাতদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হাসপাতাল সূত্রে নিশ্চিত করা হয়েছে। পুলিশ নিহতের আঙুলের ছাপ ও অন্যান্য প্রযুক্তির মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

গোপালগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকার কোনো ব্যক্তি নিখোঁজ থাকলে তাদের স্বজনদের দ্রুত হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে।

প্রতিবেদক- মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...