Logo Logo

মনোহরদীতে শিক্ষা প্রেরণা ছাত্র কল্যাণ বৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


Splash Image

নরসিংদীর মনোহরদীতে শিক্ষা প্রেরণা ছাত্র কল্যাণ বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার খিদিরপুর ইউনিয়নের সাগরদী এলাকায় অবস্থিত এল.কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে গত বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত শিক্ষা প্রেরণা ছাত্র কল্যাণ বৃত্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। পরে বৃত্তি প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

সংগঠনের দায়িত্বশীলরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের বৃত্তি পরীক্ষা ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখা হবে।

অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, শিক্ষকবৃন্দ, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...