Logo Logo

এক মাস পর চালু হলো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, প্রথম ইউনিটে উৎপাদন শুরু


Splash Image

দীর্ঘ এক মাস রক্ষণাবেক্ষণ কাজ শেষে পুনরায় উৎপাদনে ফিরেছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট। শনিবার (৩১ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো।


বিজ্ঞাপন


বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, গতকাল শুক্রবার বিকেলে সফলভাবে রক্ষণাবেক্ষণের কাজ শেষ করে প্রথম ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়। এর আগে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের প্রয়োজনে গত ১ জানুয়ারি থেকে এই ইউনিটের উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। ১ মাস পর মেরামত শেষে ইউনিটটি আবার সচল করা হলো।

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শাহ মনি জিকো বলেন, "রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হওয়ায় এখন বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটই সচল রয়েছে। বর্তমানে কেন্দ্রটি তার পূর্ণ সক্ষমতা অনুযায়ী ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে।"

উল্লেখ্য, কয়লাভিত্তিক এই বিশাল বিদ্যুৎ কেন্দ্রটি দেশের বিদ্যুৎ চাহিদার একটি বড় অংশ পূরণ করে থাকে। প্রথম ইউনিটটি পুনরায় চালু হওয়ায় শীতকালীন ও আসন্ন গরমের বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় জাতীয় গ্রিডে বড় স্বস্তি আসবে বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...