Logo Logo

ফরিদপুরে পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


Splash Image

ফরিদপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের উদ্যোগে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় ফরিদপুর পুলিশ লাইন্স মাঠে দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনের সূচনা হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ কাইয়ুম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— পুনাক (পুলিশ নারী কল্যাণ সমিতি) ফরিদপুরের সভানেত্রী কামরুন নাহার পপি, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ শামসুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রায়হান গফুর এবং ভারপ্রাপ্ত আরআই মোহাম্মদ ঈসা প্রমুখ। পুরো প্রতিযোগিতাটি সার্বিকভাবে পরিচালনা করেন প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক আশুতোষ গুহ।

দিনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশনা, মশাল দৌড় ও দৃষ্টিনন্দন কুচকাওয়াজের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীরা মোট ১৯টি ভিন্ন ভিন্ন ইভেন্টে অংশ নেয়।

শিক্ষার্থীদের পাশাপাশি আমন্ত্রিত অতিথি, সাবেক শিক্ষার্থী, অভিভাবক, পুলিশ সদস্য (নারী ও পুরুষ) এবং প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের জন্য পৃথক আকর্ষণীয় প্রতিযোগিতার ব্যবস্থা রাখা হয়েছিল, যা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সমাপনী বক্তব্যে বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শৃঙ্খলিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...