বিজ্ঞাপন
শনিবার (৩১ জানুয়ারি) সকালে ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়।
ইসি সানাউল্লাহ বলেন, "ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। ভোটার যে-ই হোক না কেন, তিনি যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতে হবে। এবারের নির্বাচনে 'দুই নম্বরির' কোনো সুযোগ নেই; প্রার্থীদের কেবল জনগণের স্বতঃস্ফূর্ত ভোটের মাধ্যমেই জিততে হবে।"
নির্বাচন কমিশনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ দিয়ে বলেন, "ভোটকেন্দ্র এবং এর আশেপাশে সবসময় প্রস্তুত থাকতে হবে। কেউ যেন নির্বাচনী শৃঙ্খলা ভঙ্গের চিন্তাও করতে না পারে, আর দুঃসাহস দেখালে তা কঠোরভাবে দমন করতে হবে।" তিনি নির্বাচনকে একটি উৎসবমুখর পরিবেশে রূপান্তর করতে সংশ্লিষ্ট সকলকে শতভাগ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।
ভোলার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার এবং সিভিল সার্জন ড. মু. মনিরুল ইসলাম। এছাড়া সভায় নৌবাহিনী, কোস্ট গার্ড, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন মাঠ পর্যায়ে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে বলে সভায় পুনরায় আশ্বস্ত করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...