Logo Logo

বগুড়ার শেরপুরের পথসভায় তারেক রহমান

ধানের শীষে ভোট দিলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে


Splash Image

দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে বগুড়ার শেরপুরে এক আবেগঘন পরিবেশে বিশাল পথসভায় বক্তব্য রেখেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩১ জানুয়ারি) বেলা ২টায় বগুড়া থেকে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের জনসভায় যাওয়ার পথে শেরপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ধুনটমোড় এলাকায় এই পথসভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


পথসভায় হাজারো জনতার উদ্দেশ্যে তারেক রহমান বলেন, "আজ বহু বছর পর আপনাদের মাঝে ফিরে এসেছি, এজন্য মহান রব্বুল আল-আমিনের কাছে শুকরিয়া জানাই। প্রিয় শেরপুর ও ধুনটবাসী, আগামী ১২ তারিখে আমাদের বহুল প্রত্যাশিত নির্বাচন। বিগত দিনে আপনারা বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করেছেন। আমাদের ইতিহাস সাক্ষী, যতবার ধানের শীষ বিজয়ী হয়েছে, ততবারই দেশে প্রকৃত উন্নয়ন হয়েছে।"

তিনি আরও যোগ করেন, "আমরা সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। তাই আপনাদের এলাকার সন্তান হিসেবে আমার অনুরোধ থাকবে—আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোট দিয়ে গোলাম মো. সিরাজকে জয়যুক্ত করবেন।"

বগুড়া-সিরাজগঞ্জ মহাসড়কের দুই পাশে প্রিয় নেতাকে এক নজর দেখতে শেরপুর ও ধুনট উপজেলার হাজার হাজার মানুষ ভিড় জমান। তারেক রহমান সভাস্থলে পৌঁছালে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন।

পথসভায় প্রধান বক্তা হিসেবে আরও বক্তব্য রাখেন শেরপুর-ধুনট নির্বাচনী এলাকায় ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব গোলাম মো. সিরাজ।

এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য এ কে এম মাহবুবার রহমান হারেজ, ফজলুর রহমান খোকন, বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব জানে আলম খোকা এবং শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক মো. পাশা, ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন, শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেলসহ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতৃবৃন্দ।

বক্তারা ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...