Logo Logo

সংখ্যালঘুদের সুরক্ষায় বিশেষ আইন প্রণয়নের অঙ্গীকার সেলিমুজ্জামান সেলিমের


Splash Image

গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম।

গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম হিন্দু সম্প্রদায়সহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের শান্তিপূর্ন বসবাস নিশ্চিত করতে একটি বিশেষ 'সুরক্ষা আইন' প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছেন।


বিজ্ঞাপন


শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের উজানী গ্রামে মাঝিপাড়া রাজবংশী সম্প্রদায়ের যাত্রাপালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

সেলিমুজ্জামান সেলিম তার বক্তব্যে সামাজিক ও পারিবারিক বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে একটি নতুন ব্যবস্থার কথা উল্লেখ করেন। তিনি বলেন, “পারিবারিক বিরোধ বা সম্পত্তি নিয়ে ঝামেলা আমাদের সবার মধ্যেই হয়। কিন্তু অনেক সময় বাইরের লোক এসে সেখানে অনাকাঙ্ক্ষিত খবরদারি করে। আমি নির্বাচিত হলে এমন একটি আইন করব, যার মাধ্যমে আপনাদের সম্প্রদায়ের বিচার আপনাদের মানুষরাই করবে। অন্য কোনো সম্প্রদায়ের শক্তিশালী বা ক্ষমতাবান মানুষ এসে সেখানে হস্তক্ষেপ করতে পারবে না।”

তিনি আরও ব্যাখ্যা করেন যে, এই আইনের মাধ্যমে সম্প্রদায়ের বয়োজ্যেষ্ঠ সদস্য, শিক্ষক বা সামাজিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিরাই পারিবারিক আদালতের বিচারকের ভূমিকা পালন করবেন। এতে করে প্রায় ৮০ শতাংশ সামাজিক বিরোধ দ্রুত মিটে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে সেলিম বলেন, “আমি এমপি হতে নয়, আপনাদের প্রকৃত প্রতিনিধি হতে চাই। আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে আমাকে সুযোগ দেন, তবে কাশিয়ানী-মুকসুদপুর উপজেলার বেকার সমস্যা সমাধান, রাস্তাঘাট ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে।”

নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী, জেলা কৃষকদলের সভাপতি বদরুজ্জামান এজাজ এবং মুকসুদপুর উপজেলা বিএনপি নেতা রানা ঠাকুরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...