Logo Logo

পাথরঘাটায় যৌথ অভিযানে ২ চিহ্নিত মাদক কারবারি আটক


Splash Image

বরগুনার পাথরঘাটায় নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা, নগদ টাকা ও মাদক ব্যবসার সরঞ্জাম উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


শনিবার (৩১ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাথরঘাটা নৌবাহিনী কন্টিনজেন্ট ও পাথরঘাটা থানা পুলিশের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানটি পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের পূর্ব লেমুয়া এলাকায় পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন— রায়হানপুর ৭ নং ওয়ার্ডের মৃত মো. রশিদ এর ছেলে আলম হোসেন আলো (৪৫), এবং তার সহযোগী আফজাল খাঁ (৫০)।

অভিযানকালে তাদের বসতবাড়ি তল্লাশি করে ১ হাজার ৫০ গ্রাম গাঁজা, মাদক ব্যবসা পরিচালনায় ব্যবহৃত ২টি বাটন মোবাইল ফোন, ২১ হাজার ৫০০ টাকা নগদ, এবং একটি ওজন পরিমাপক যন্ত্র উদ্ধার করা হয়।

নৌবাহিনী সূত্র জানায়, আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে তারা মাদকের গডফাদার ও সক্রিয় কারবারি হিসেবে পরিচিত বলে জানা গেছে।

এ বিষয়ে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকাবাসী মাদক কারবারিদের দৌরাত্ম্যে অতিষ্ঠ ছিলেন। যৌথ বাহিনীর এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা আরও বেড়েছে।

নৌ কর্মকর্তারা জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিকেল সাড়ে ৪টার দিকে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়। এছাড়াও এ অভিযান ধারাবাহিকভাবে চলবে বলে জানান তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...