Logo Logo

জনগণের মুখোমুখি বরগুনা- ১ আসনের এমপি প্রার্থীরা


Splash Image

বরগুনায় সুজনে'র (সুশাসনের জন্য নাগরিক) আয়োজনে বরগুনা-০১ আসনে জনগণের মুখোমুখি হয়েছে সকল রাজনৈতিক দলের সংসদ সদস্য প্রার্থীরা।


বিজ্ঞাপন


আজ শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১:০০ টায় বরগুনায় টাউনহল শহীদ মিনার প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে বরগুনা-০১ আসনে জনগণের প্রত্যাশা ব্যাক্ত করেন ভিবিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ জনগন, জনগণের প্রত্যাশা পূরণের আশ্বাস দেন বিএনপি, ইসলামী আন্দোলন এবং ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা।এছাড়াও সকল প্রার্থীরা হাতে হাত মিলিয়ে সুষ্ঠ নির্বাচনের অঙ্গিকার করেন এবং অঙ্গিকারনামায় একযোগে সাক্ষর করেন।

বরগুনায় পায়রা ও বিষখালী নদীতে সেতু নির্মাণ, দুটি মেডিকেল কলেজ, বরগুনা থেকে বাকেরগঞ্জ পর্যন্ত রাস্তায় ৫৪টি যে বাঁক রয়েছে সেই বাঁক দূরীকরণের জন্য রাস্তাটি চার লেনে উন্নত করণ সহ মাদক মুক্ত, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বরগুনা করার অঙ্গীকার করেন।

এছাড়াও প্রার্থী ও ভোটাররা একযোগে শপথ বাক্য পাঠ করেন যে, কোন প্রার্থী ভোটারদেরকে টাকা দিয়ে বা অন্য কোন লোভ দেখিয়প ভোট ক্রয় করবেন না, ভোটাররাও শপথ বাক্য পাঠ করেন যে তারাও টাকা বা অন্য কোন লোভে পড়ে তাদের ভোট বিক্রি করবেন না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...