Logo Logo

সভাপতি রুহুল আমিন, সম্পাদক রিয়াজ

গোবিপ্রবির সিলেট বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা


Splash Image

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সিলেট বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য সংগঠনটির নেতৃত্ব দেবেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী।


বিজ্ঞাপন


গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সংগঠনটির উপদেষ্টা মণ্ডলী এবং সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রুহুল আমিন চাকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শামছুল ইসলাম রিয়াজ। এছাড়া সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন এ. কে. এম. শহিদুল ইসলাম চৌধুরী।

নবনির্বাচিত সভাপতি রুহুল আমিন চাকদার তার প্রতিক্রিয়ায় বলেন, “মেধা ও ভাতৃত্বের সেতুবন্ধনে আমাদের প্রিয় পুণ্যভূমি সিলেটের শিক্ষার্থীদের কল্যাণে আমি নিজেকে উৎসর্গ করব। সকলের সহযোগিতায় আমরা একটি আধুনিক ও গতিশীল সংগঠন উপহার দিতে চাই।”

সাধারণ সম্পাদক শামছুল ইসলাম রিয়াজ বলেন, “শিক্ষার্থীদের অধিকার রক্ষা, নবীনদের দিকনির্দেশনা এবং মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে এই কমিটি সামনের সারিতে থেকে কাজ করে যাবে।”

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন এই কমিটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে আঞ্চলিক ভ্রাতৃত্ববোধ জোরদার করতে কাজ করবে। বিশেষ করে নবীন শিক্ষার্থীদের আবাসন ও একাডেমিক সহযোগিতা প্রদানসহ মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালনই হবে এই সংগঠনের মূল লক্ষ্য।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...