বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন সংলগ্ন ব্যাডমিন্টন কোর্টে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে শুরু থেকেই দাপট দেখিয়ে ইংরেজি বিভাগকে হারিয়ে দেয় আইন বিভাগের খেলোয়াড়রা।
ফাইনাল ম্যাচে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ম্যান অব দ্য ম্যাচ ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন আইন বিভাগের শিক্ষার্থী বাদশা মিয়া শাওন।
নিজের অনুভূতি প্রকাশ করে বাদশা মিয়া শাওন বলেন, “টুর্নামেন্টের শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন হওয়া। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ সেটাই ফল দিয়েছে। নিজ বিভাগের জন্য কিছু করতে পারা অবশ্যই গর্বের। শিক্ষকদের সহযোগিতা ও সবার সমর্থনেই এই অর্জন সম্ভব হয়েছে।”
খেলা শেষে গকসুর ক্রীড়া সম্পাদক ফয়সাল আহমেদ শীতল বলেন, “ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিভাবান খেলোয়াড়রা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য খেলাধুলার পাশাপাশি ব্যাডমিন্টনেও সুনাম বয়ে আনবে এবং ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দ ফাইনাল খেলা উপভোগ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...