Logo Logo

ইলিশের ট্রাকে চাঁদাবাজি ও চালককে মারধরের অভিযোগ, কাঠগড়ায় ববি ছাত্রদল


Splash Image

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে মধ্যরাতে ইলিশ মাছ ভর্তি ট্রাক আটকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি এবং চালককে মারধর করার গুরুতর অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন


গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ১১টার দিকে ভোলা-বরিশাল মহাসড়কের তালুকদার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি বেগতিক দেখে চালক ৯৯৯-এ কল করলে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।

মাছ ব্যবসায়ী মনির হোসেন জানান, তারা ভোলার চরফ্যাশন থেকে বৈধ আকারের ইলিশ মাছ নিয়ে ঢাকা যাচ্ছিলেন। মহাসড়কের জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেল তাদের পিছু নেয়। পরে তালুকদার মার্কেট এলাকায় ৭-৮টি মোটরসাইকেল নিয়ে গতিরোধ করা হয়। অভিযুক্তরা গাড়িতে 'অবৈধ জাটকা' আছে দাবি করে ট্রাকটি পাশের গলিতে নিতে বলে। চালক তাতে অস্বীকৃতি জানালে তাকে চড়-থাপ্পড় ও মারধর করা হয়।

ব্যবসায়ী মনির হোসেনের অভিযোগ, "ছাত্রদল নেতা মিয়া বাবুলের নেতৃত্বে কর্মীরা আমাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে পুলিশ ও সেনাবাহিনীর ভয় দেখিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দেয়। পরে পুলিশ আসার পর তারা নাটক সাজিয়ে বলে যে আমাদের ট্রাক নাকি তাদের বাইকে ধাক্কা দিয়েছে। কিন্তু তারা কোনো ক্ষতি দেখাতে পারেনি।"

সংশ্লিষ্ট সূত্র ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যমতে, এই ঘটনায় জড়িত হিসেবে অভিযুক্তরা হলেন— ইংরেজি বিভাগের মিয়া বাবুল (২০১৮-১৯), রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আবু হায়দার রোশান (২০২১-২২), ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান (২০১৯-২০), রসায়ন বিভাগের সাকিবুল হাসান ও ইংরেজি বিভাগের ইমরানসহ অজ্ঞাতনামা আরও ৫-৭ জন।

অভিযুক্ত ছাত্রদল নেতা মিয়া বাবুল চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে দাবি করেন, "ট্রাকটি আমাদের ছোট ভাই হায়দারের বাইকে ধাক্কা দিয়ে পালিয়ে যাচ্ছিল, তাই আমরা সেটি আটকে পুলিশকে জানাই। আমাদের ফাঁসানোর জন্য মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে।"

সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন তবে মারধর বা চাঁদার বিষয়ে কিছু জানেন না।

বন্দর থানার এসআই অনাদি জানান, ৯৯৯-এ চাঁদাবাজির অভিযোগ পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। উভয় পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করায় বিষয়টি তখন পরিষ্কার ছিল না।

ঘটনাস্থলে উপস্থিত এক সেনাকর্মকর্তা জানান, ট্রাকে অবৈধ মাছ থাকার যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। তল্লাশি করে দেখা গেছে সব মাছ ১০ ইঞ্চির চেয়ে বড় এবং বৈধ। পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ট্রাকটি নিরাপত্তা দিয়ে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করে সেনাবাহিনী। এ সময় কোনো সুরাহা ছাড়াই ছাত্রদল নেতাকর্মীদের ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়।

ববি ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন জানান, তিনি কর্মসূচিতে ব্যস্ত থাকায় বিষয়টি সম্পর্কে অবগত নন। অভিযোগের সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...